২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

গলাচিপায় স্মার্ট বাংলাদেশের অংশ হতে সাউথ বেঙ্গল কম্পিউটার ট্রেইনিং সেন্টার

আপডেট: জুন ৯, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

তারিখঃ ৯ জুন ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় স্মার্ট বাংলাদেশের অংশ হতে সাউথ বেঙ্গল কম্পিউটার ট্রেইনিং সেন্টার গড়ে উঠেছে। বর্তমান যুগে তথ্য প্রযুক্তির কথা চিন্তা করলে কম্পিউটারের কোন বিকল্প নেই। আর বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ও মিশন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলার গোলখালী ইউনিয়নে হরিদেবপুর বাজারে রাশিদা মঞ্জিলের ২য় তলায় গড়ে উঠেছে সাউথ বেঙ্গল কম্পিউটার ট্রেইনিং সেন্টার। অত্যন্ত সুনামের সাথে প্রায় এক বছর ট্রেনিং সেন্টারটি পরিচালিত হচ্ছে। এই সময়ের মধ্যে প্রায় ৭০ জন প্রশিক্ষনার্থী বিল্ডিং প্লান, বিল্ডিং ডিজাইন, সুপারভিশন, অটো ক্যাড, ফ্রিল্যান্সিং/আউট সোর্সিং, আমিনশীপ, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রাম, কনস্ট্রাকশন, টপো সার্ভে প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতার পরিচয় দিচ্ছে। তারা এখন আত্ম নির্ভরশীল হওয়ার স্বপ্ন বুনছে। এ বিষয়ে জানতে চাইলে সাউথ বেঙ্গল কম্পিউটার ট্রেইনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেয়া আবু তালেব বলেন, আমি এখান থেকে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে সরকারিভাবে একটি সার্টিফিকেট নিয়েছি। এখন আমি অতি সহজে টপো সার্ভে করতে পারি। এখানে প্রশিক্ষণ নিয়ে সবাই আত্মনির্ভরশীল হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে অপর প্রশিক্ষনার্থী মো. নিবির হোসেন শান্ত বলেন, আমি এই ট্রেনিং সেন্টারে নতুন ভর্তি হয়েছি। আমি এখন কম্পিউটার চালাতে পারি। এখানে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। স্যার এখানে খুব সহজে আমাদেরকে বুঝিয়ে থাকেন। ৬ মাসের ট্রেনিং নিলে আমরা অনেক কিছুই শিখতে পারব। এ বিষয়ে সাউথ বেঙ্গল কম্পিউটার ট্রেইনিং সেন্টারের প্রশিক্ষক মো. এমাদুল হোসেন বলেন, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আন্তরিকতার সাথে পাঠদান করে থাকি। আপনারা এখানে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারবেন। এ বিষয়ে সাউথ বেঙ্গল কম্পিউটার ট্রেইনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুদার রহমান বলেন, প্রায় এক বছর আগে প্রতিষ্ঠানটি চালু হয়েছে। এখানে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা এখানে বিভিন্ন প্রোগ্রামে ট্রেনিং নেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এখানে বর্তমানে ৬টি শিপটে প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিটি শিপটে ১৫ জন করে প্রশিক্ষণ নিতে পারে। এখানে গরিব ও প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন বয়সের মানুষ প্রশিক্ষণ নিতে পারবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network