২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

নির্বাচনে আমেরিকার হস্তক্ষেপ বন্ধের দাবী রাশেদ খান মেননের

আপডেট: আগস্ট ১৯, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নির্বাচন ও রাজনীতি নিয়ে আমেরিকা সহ বিদেশীদের হস্তক্ষেপ বন্ধ করার দাবী জানিয়েছেন সাবেক বিমান ও সমাজকল্যাণ মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করা ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবী জানান। বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির জেলা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শেখ মোঃ টিপু সুলতান, জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলা সভাপতি ফায়জুল হক বালি ফারাহিন,মুলাদি উপজেলা সভাপতি গফুর মোল্লা প্রমুখ। বর্ধিত সভা শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network