২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

বোরহানউদ্দিনে অধিক দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকতা রায়হান-উজ্জামানের নির্দেশে
বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের উপর বাজার মনিটরিং এর সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
এসময় নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রি করায় ২০০৯ এর ৪০ ধারায় ৫ টি মামলায় ২ টিতে ১৫০০,১০০০ টাকা এবং ৩ টিতে ৫০০ টাকা করে ১৫০০ টাকা মোট ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান শনিবার রাতে সাংবাদিকদের বলেন,ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর নির্দেশে বোরহানউদ্দিন উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে,কেউ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ দামে পন্য বিক্রয় করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network