আপডেট: অক্টোবর ১৬, ২০২৩
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।। রবিবার ১৫ অক্টোবর সকাল ১০ টায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস -২০২৩ পালন করা হয়। “নারীর প্রতি সাইবার অপরাধ দমনে দরকার সচেতনতা সৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর কার্যকর উদ্যোগ গ্রহণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মিলিত গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়। শিক্ষক মিলনায়তন ভবনে দুটি ক্যাটাগরিতে স্থানীয় সরকার প্রতিনিধি হিরণ বেগম ও ধাত্রী ক্যাটাগরিতে জাহানারা বেগম অংশ নেন। এছাড়াও রূপান্তর অপরাজিতা প্রকল্প নারী দিবস উদযাপন করে। বরিশালের চরমোনাই ইউনিয়ন পরিষদের অপরাজিতা ইয়ারুন নেসা রেবু সম্মাননা পান। তিনি ইউনিয়ন নেটওয়ার্কের সদস্য। এ সময় রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের এডভোকেট এর নেটওয়ার্কিং কোঅর্ডিনেটর নুর-ই-আজম হায়দারী, বরিশালে জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস, শাকিলা আজিজ, মিজানুর রহমান বাবু প্রমূখ।#