২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ১৮ জেলে আটক,অবৈধ জাল”মাছ ও নৌকা জব্দ

আপডেট: অক্টোবর ১৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। ১৬ অক্টোবর সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ভোলা জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভোলা জেলা মৎস্য কর্মকতা মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে বোরহানউদ্দিন,চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে চরফ্যাশনে ১৬ জন ও সদরে দুইজন রয়েছে। এসময় ৩২ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ৩২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আটকৃতদের মধ্যে সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন,ভোলা সদরে আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা অর্থদন্ড ও চরফ্যাশনে আটককৃত ১৬ জনের মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে। এছাড়া জব্দকৃত ৩২ মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকতা। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান,উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান,চরফ্যাশন মৎস্য ও ভোলা সদর মৎস্য অধিদপ্তরের কর্মকতাবৃন্দ,নৌ পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। উল্লেখ্য যে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network