• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

report71
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গওহরডাঙ্গা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এ কর্মসূচির আয়োজনে করে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মানববন্ধনকারীরা হামলা বন্ধে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুফতি রুহুল আমিন, মাওলানা শামচুল হক, মুফতি নুরুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে, ফিলিস্তিনে আর্থিক, খাদ্য এবং চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য সরকারে কাছে দাবি জানায়। এছাড়া ইসরায়েলী পণ্য বর্জনের দাবি জানানো হয়। #