আপডেট: অক্টোবর ১৭, ২০২৩
স্টাফ রিপোর্টার:
১৭/১০/২০২৩ ইং তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম সাহেবের দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে (নিঃ)/মোঃ খলিলুর রহমান, এসআই (নিঃ)/কেএম রাশিদুর রহমান সংগীয় ফোর্সসহ বামনা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ রিমন সর্দার(২১), পিতা-মোঃ ছগির সর্দার, সাং-কালিকাবাড়ি, থানা-বামনা,জেলা-বরগুনা,
২। মোঃ জাহিদ খা(২০), পিতা-মোঃ ফুল মিয়া, সাং-ছোনাউঠা, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠিদ্বয়কে গ্রেফতার করা হয়।