মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে মেহেন্দিগঞ্জে জনসংযোগ ও উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে পাতারহাট বন্দরে ঘুরে ঘুরে জনসংযোগ করেন জাতীয় পার্টির ঢাকা মহানগর (উত্তর) এর সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য, মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
জনসংযোগ শেষে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জাতীয় পার্টির অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ।
মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রোমান ফকির, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব মুজাম্মেল হক প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো বেগবান এবং শক্তিশালী করার আহবান জানান।