আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামে মঙ্গলবার সকাল ১০ টায় রেশমি স্বামী রফিকুল ইসলামের পরিবারের মাঝে ১টি ছাগল বিতরণ করা হয়। গ্রামের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠি হিসাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাও: আজিজুর রহমান, বিআইসিএস জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।
প্রধান অতিথি মাও আজিজুর রহমান বলেন, তোমরা নামাজ পড়বে,আল্লাহর হুকুম আহকাম সঠিক ভাবে আদায় করবে।সর্বদা আল্লাহকে ভয় করবে।
তিনি আরো বলেন, এই ছাগলটি লালন পালন করেন আল্লাহ আপনাদের বরকত দান করবে। তোমরা আমাদের জন্য দোয়া করবে।আল্লাহ হাফেজ।।