• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বামনায় শেখ রাসেলের জন্মবার্ষিকী ও রাসেল দিবস-২০২৩ পালিত

report71
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ণ
বামনায় শেখ রাসেলের জন্মবার্ষিকী ও রাসেল দিবস-২০২৩ পালিত

মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও রাসেল দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ১০ ঘটিকায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা ভূমি কর্মকর্তা তারিক হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান, বামনা থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান ছগির, সাবেক অধ্যক্ষ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র কর্মকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।