আপডেট: অক্টোবর ১৮, ২০২৩
রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস ২০২৩ ইং পালন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর সদর শাখা ও দিনাজপুর এরিয়া অফিসের উদ্দ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এরপরে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল কর্মসূচিও পালন করেন তারা।
১৮ অক্টোবর বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোঃ জাকেরুল ইসলাম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রিক সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মোবারক হোসেন, চিরিরবন্দর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির, বিরল শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মাসিকুর রহমান ও এবিএম (হিসাব) মোঃ মাহবুবার রহমান, সদর শাখার এবিএম (হিসাব) মোঃ আব্দুল আলীম।
এছাড়াও রিক‘র দিনব্যাপী আয়োজিত নানান কর্মসচীগুলোতে এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা কার্য্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন ।