• ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে আদ্-দ্বীনের চক্ষু,ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

report71
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ণ
বাগেরহাটে আদ্-দ্বীনের চক্ষু,ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে চক্ষু,ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল দশটায় ফকিরহাট কাজি আজহার আলি কলেজ মাঠে ফিতা কাঁটার মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আদ্-দ্বীন গ্রুপের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

উপজেলা নির্বাহি অফিসার মারুফা বেগম নেলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, ফকিরহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, ফকিরহাট কাজি আজহার আলি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাওলাদার মুজিবুর রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন আদ্-দ্বীন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সংবাদ কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবা নিতে আসা বিভিন্ন শ্রেনীর মানুষ।