আপডেট: অক্টোবর ২১, ২০২৩
রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতনিধি:
অদ্য ২১/১০/২০২৩ খ্রি. শনিবার বিকাল ৪ ঘটিকায় হারাগাছ সাহিত্য সংসদের ২১ তম মাসিক সাহিত্য আসর সংসদের হকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাগাছ সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি দিলগীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু , ভালোবাসা ও মধ্যরাতের কবি জোসেফ আকতার, শরিফিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিজ উদ্দিন ও হারাগাছ সাহিত্য সংসদের উপদেষ্টা আহসান হাবীব শাহজাহান । সাহিত্য আসরে কবিতা পাঠ করেন আবুল কাশেম, দিলগীর আলম, মনিরুজ্জামান কিরণ, মাসুম মোরশেদ, তৈয়বুর রহমান বাবু, জোসেফ আকতার ,তাপস মাহমুদ, ময়নুল ইসলাম, কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর, মোঃ রব্বানী, ফরহাদুজ্জামান, মোজায়না আক্তার চাঁদনী, মোঃ আব্দুল্লাহ, মোনাক্কা আক্তার মীম, আবুল কাশেম বাবুল, অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ময়নুল ইসলাম।
আসর শেষে হারাগাছ সাহিত্য সংসদের চতুর্থ সংখ্যা প্রকাশ সম্পর্কীয় আলোচনা করা হয়।