স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাসিল্যান্ড ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা জাফর আহমেদ, এজিএম (পল্লী বিদ্যুৎ) আবুল কালাম,প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইকবাল মাহমুদ লিটন,আলীপুরা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান সাগর,বেতাগী-সানকিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু ও দশমিনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন তানভীর প্রমুখ।