আপডেট: অক্টোবর ২৪, ২০২৩
গোলাপমুখী ছোট্ট মানিক,
বাবা মায়ের আদর ভরা।
উঠছে বেড়ে এত্ত খানিক,
হাসছে, ঠোঁটে মুক্তা ঝরা।
এই আমাদের কোলের শিশু,
মাটির দাওয়ায় চাঁদের আলো,
সে যদি হয় মস্ত ইস্যু,
বোম আঘাতে পুড়ে কালো।
এমনতরো হচ্ছে রে ভাই,
ভূমধ্যসাগরের তীরে,
ফিলিস্তিনি আকাশ সীমায়,
আদর মাখা শিশুর পরে।
রাজনীতি বোঝে না তারা,
জানেনা হায়! সীমারেখা,
ডাগর চোখে শান্তি ভরা,
দাদীর কাছে কুরআন শেখা।
তারাই কিনা শত্রু হলো,
তেলআবিবের চোখের বালি,
ছোট্ট দু’পা টলোমলো,
ঝাঁপিয়ে এলো মরণ কালি।
টিউলিপের ওই পাপড়িগুলো,
বুক ফেটে যায়, ও মুখ দেখে,
বিশ্ব কি আজ রোবট হলো?
ইসরাইল আতঙ্ক মেখে?
মদদ পাঠাও হে দয়াময়,
ফিলিস্তিনি শিশুর কাছে,
তুমি ছাড়া কে আর সহায়?
বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে।
শেখ ফাহমিদা নাজনীন