মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন দূর্গাপুজা মন্দির পরিদর্শন করে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর হোক সবার জীবন। অন্যের মঙ্গল কামনাতেই শান্তির পরম পথ প্রশস্ত। দূর্গাপুজা বাঙালির মহামিলন ও সম্প্রীতির উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করেন পংকজ নাথ এমপি। মঙ্গলবার দুপুরে মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক মনোজ দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী গুহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।