২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ, বিপাকে সাধারণ নেতাকর্মীরা

আপডেট: অক্টোবর ২৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

হিজলা প্রতিনিধি।। বরিশাল ৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ বিপাকে স্থানীয় নেতাকর্মী।

দীর্ঘদিন যাবত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করে গণসংযোগ চালাচ্ছে।

২৪ অক্টোবর বিকাল পাঁচটার দিকে উপজেলার গৌরবদি ইউনিয়ন এর একতা বাজার শতশত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণ সংযোগ করেন।
সাধারণ নেতাকর্মীরা বলছে গণসংযোগে শীর্ষে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল করিম।

আফজালুল করিমের গণসংযোগে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু, হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক তাকির মৃধা, জাকির দিদার, যুবলীগের সহ সভাপতি রিয়াজ সিকদার ও রোমান হাওলাদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বর্তমান সাংসদ পংকজ নাথ সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে গনসংযোগ চালাচ্ছে।

এদিকে বসে নেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ তিনিও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন গণসংযোগ করে নৌকা মার্কার ভোট প্রার্থনা করে।

এই তিন জন মনোনয়ন প্রত্যাশী বরিশাল ৪ আসনে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

আরো ৫-৬ জন আওয়ামী লীগের মনোয়ার প্রত্যাশী পোস্টাল লাগিয়ে জানান দিয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একা ধিক নেতাকর্মী জানায় যারা মনোনয়ন প্রত্যাশী তারা প্রত্যেকেই তাদের পরিচিত কার সাথে গণসংযোগ আবার কার চক্ষু সুল হব।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network