• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় বাজার মনিটরিং করলেন ইউএনও

report71
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৩, ১৪:১৫ অপরাহ্ণ
গঙ্গাচড়ায় বাজার মনিটরিং করলেন ইউএনও

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।বুধবার (২৫ শে অক্টোবর) দুপুরে গঙ্গাচড়া কাঁচা বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান ইউএনও।এসময় তিনি সবজির বাজার, পেঁয়াজ ব্যবসায়ী ও ডিমের পাশাপাশি দুধের বিশুদ্ধতা পরীক্ষা ও ভেজাল দুধ বিক্রি রোধে বিক্রেতাদের সতর্ক করেন। ব্যবসায়ীদের সিন্ডিকেট ঘিরে যেন দাম বাড়ানো না হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। আড়তদারদের আলু বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না জানান, উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।