গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মহাসড়কে চুরি, ডাকাতি ও সড়ক দূর্ঘটনা রোধকল্পে বরিশালের গৌরনদী হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে বুধবার দুপুরে থানা কম্পাউন্ডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার শাহীনুর আলম খান। হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর সিকদার খোকন, থানার উপ-পরিদর্শক কবির হোসেন ভূইয়া, ট্রাফিক উপ-পরিদর্শক রুহুল আমীন, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি শাহ আলম সহ অন্যান্যরা।