আপডেট: অক্টোবর ২৫, ২০২৩
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সেলাই মেশিন বিতরনের মধ্য দিয়ে শেষ হলো আনসার ও ভিডিপি সদস্যদের ৭৫ দিনের সেলাই ও ফ্যাশন ডিজাইন এবং নকশি কাঁথা তৈরি প্রশিক্ষণ কার্যক্রম। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে পিরোজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জেলা কমান্ডার মনির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। প্রশিক্ষন শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে ৩০টি সেলাই মেশিন ও সনদপত্র বিতরন করা হয়।
প্রশিক্ষনে বরিশাল বিভাগের ৬ জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৩০ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নেন।