আপডেট: অক্টোবর ২৮, ২০২৩
স্টাফ রিপের্টার, গোপালগঞ্জ : বিএনপি জামাতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে গোপালগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা যুবলীগের নেতা কর্মীরা।
আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে জেলা আওয়ামী লীগ কায্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে সদর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেন।
পরে সেখানে সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, পৌর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান জামালসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিএনপি জামাতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, আন্দোলনের নামে বিএনপি জামাত অরাজগতা সৃষ্টি করছে। ভাংচুর করছে, মানুষ হত্যা করছে। বিএনপি জামাতের নৈরাজ্য করবে সেখানে প্রতিহত করা হবে। #