• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপি জামায়াতের হরতাল পালিত হচ্ছে

report71
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ণ
নোয়াখালীতে বিএনপি জামায়াতের  হরতাল পালিত হচ্ছে

নোয়াখালী জেলা প্রতিনিধি —
আরমান হোসাইন।

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি, বিএনপির মহাসমাবেশে আওয়ামীলীগ ও পুলিশের হামলা এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাস্তায় গাছের ঘুড়ি ফেলে নোয়াখালীতে প্রতিবাদ করা হয়েছে।

আজ রবিবার, সকাল ৯ ঘটিকায় নোয়াখালীর সেনবাগ এবং বেগমগঞ্জ উপজেলার সংযোগ কেন্দ্র ছমিরমুনশি এবং জমিদারহাট বাজারের মাঝে মহিলা কলেজের সামনে হরতালের সমর্থনে বিএনপির নেতা কর্মীদের অংশগ্রহণে
গাছের ঘুড়ি ফেলে উক্ত প্রতিবাদ জানানো হয়।।–

রাস্তায় ঘুরাফেরা করে দেখা গেছে, চৌমুহনী – ফেনী সড়কে বড় ধরণের কোনো গাড়ি চলাচল করছে না-অল্প কিছু অটোরিকশা এবং ভ্যান চলাচল করতে দেখা গেছে।।