২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

পিটিয়ে মারল এক পুলিশ সদস্যকে

আপডেট: অক্টোবর ২৯, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।

পুলিশ মরলে কেউ পড়বে ইন্না-লিল্লাহ….!!!
কেউ পড়বে আলহামদুলিল্লাহ…!!
এতে… ও-ই পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের জন্য কোন ফাঁরাক নেই,,!!
হয়তো তার সন্তান এবং স্ত্রীও
অপেক্ষমাণ ছিল…
কাক ডাকা ভোরে ডিউটিতে বেরিয়ে যাওয়া মানুষটি রাতে এসে একসাথে মেঝেতে পাটি বিছিয়ে খাবে,,!!!
তোমরা বরং ডাইনিং টেবিলেই খেও..!!
আমরা না হয় মেঝেতে বসেই দিন পার করতাম!!
সেই সুযোগটুকুও তো রাখলেনা!!
নিহত পুলিশ ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।জামাত-বিএনপির সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত পুলিশ সদস্য মানিকগঞ্জ জেলার চরকাটারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিকান্দার মোল্লার বড় ছেলে মোঃ আমিরুল ইসলাম পারভেজ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network