হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিএনপি ও জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, আব্দুল লতিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দীপু বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রকি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন আইনের রক্ষক পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাসায় হামলা ও হাসপাতলে অগ্নিসংযোগ করে সরকারকে বিপাকে ফালানোর ষড়যন্ত্রকে রুখে দেয়া হবে। এখন থেকে প্রতিবাদ নয় প্রতিহত করা হবে।