আপডেট: অক্টোবর ৩০, ২০২৩
মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে সুন্দরবন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভউদ্বোধন করা হয়েছে।
আজ ৩০ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির প্রধান অতিথি হিসেবে হাসপাতালের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব মৃধা, বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান, বামনা উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, বামনা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড: চৌধুরী কামরুজ্জামান ছগির বরগুনা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, বামনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসাইন জমাদ্দার, ৩নং রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম নিজাম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ শওকাতুল আলম জলিল প্রমুখ।
হাসপাতাল ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান ও ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বামনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়া গোলদার।