আপডেট: অক্টোবর ৩০, ২০২৩
রিপোর্টার — এজাজ আল মাহমুদ সুজন
রিপোর্ট :
আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ–২০২৩ এ ঘরের মাঠে এবারের বিশ্বকাপে জিতেই চলেছে অপ্রতিরোধ্য ভারত।গতকাল লক্ষ্ণৌতে ২২৯ রানের পুঁজি নিয়েও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো ১০০ রানে! বিশ্বকাপে এটা ভারতের টানা ষষ্ঠ জয়। ছয় ম্যাচে মাঠে নেমে ছয়টিতেই জিতলো তারা। পাশাপাশি সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো। ৬ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা।
অন্যদিকে ইংল্যান্ডের এটা পঞ্চম হার। টানা চতুর্থ। এই হারে বিশ্বকাপ থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেল। ৬ ম্যাচের পাঁচটিতে হেরে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে।