• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালি আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ইতালির ভেনিসে চলছে প্রার্থীদের সমর্থনে আলোচনা সভা ও প্রার্থীতা ঘোষনা।

report71
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ
ইতালি আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ইতালির ভেনিসে চলছে প্রার্থীদের সমর্থনে আলোচনা সভা ও   প্রার্থীতা ঘোষনা।

রিপোর্ট : আবু নাঈম ভূঞাঁ

ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আহবায়ক বিল্লাল হোসেন ঢালি সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি হল রুমে আব্দুল হাকিম শেখ এর সভাপতিত্বে ও কামাল লাকুরিয়ার সঞ্চলনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এই সময় ইতালি আওয়ামীলিগ ভেনিস শাখার আহবায়ক বিল্লাল হোসেন ঢালি সভাপতি পদের জন্য প্রার্থীতা ঘোষনা করেন।এছাড়াও ভেনিসে বসবাসরত বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী আঃ রাজ্জাক,মোসলেম ছৈয়াল,গাজী মাহবুব হোসেন গফুর, জাহাঙ্গীর হোসেন মৃধা,লিটন মাদবর,ফারুখ হোসেন মৃধা,আলী চৌকিদার,মামুন ঢালি,মাসুম খালাসি,হাকিম লাকুরিয়া,ডালিম মাহামুদ,মনির হোসেন,মারফত আলী, সোহেল সরদার,সেকেন্দার শেখ,বাচ্চু হাওলাদার, নজরুল লাকুরিয়া, মিয়া রানা,সবুজ ছৈয়ালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা।