গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ও গৌরনদী এলাকার দুইটি করাত কলে অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও যত্রতত্র ভাবে রাস্তার পাশে গাছ রাখায় দুই ব্যবসায়ীকে দুইশ’ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। এসময় উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব সহ থানা পুলিশের সদস্যরা অন্যান্যরা উপস্থিত ছিলেন।