২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

খুলনা ও বাগেরহাটে অবরোধের মধ্যে জনগণের নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে র‍্যাব ৬ এর টহল অব্যাহত

আপডেট: নভেম্বর ১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:
বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ৩১ অক্টোবর থেকে ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যদি কেউ কোনো ধরনের নাশকতা ও জনমানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য সারাদেশেই ন্যয় খুলনা ও বাগেরহাটে নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে র‍্যাব ৬ এর টহল অব্যাহত রয়েছে।

বুধবার (০১ নভেম্বর ) সকাল থেকে খুলনা ও বাগেরহাটে নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে র‍্যাব ৬ এর টহল অব্যাহত রয়েছে।

সরজমিনে যেয়ে দেখা যায় ৩১ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দল তিনদিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

এতে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-৬। কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সাথে সাথে শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর রয়েছে র‌্যাব-৬।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network