২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

হেডলাইন — বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, সিজন ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্টার — এজাজ আল মাহমুদ সুজন

রিপোর্ট – আজ সকাল ১০ টায় স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিড়া পরিদপ্তর সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সার্বিক, জনাব মোঃ পারভেজ হাসান, বিপিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, জনাব মোহাম্মদ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ বরিশাল। এ সময় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম বার, পুলিশ কমিশনার বরিশাল, জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল, সাইদুল ইসলাম শুভ, জেলা ক্রিড়া কর্মকর্তা বরিশাল, জাহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে বরিশাল বিভাগের ছয়টি বালক ও ছয়টি বালিকা দল অংশগ্রহণ করছে। আগামী চার নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network