সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় ১কেজি গাঁজাসহ মো.সুজন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত সুজন(৩৮) উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের ৯নং ওয়ার্ডের আব্দুল মোতালেব হালদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা (ওসি) আনোয়ার হোসেন তালুকদারের নির্দেশে, পুলিশ পরিদর্শক আবির গোলদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের তার নিজ বসতঘরের পিছনের রাস্তা দিয়ে বিক্রয়ের জন্য যাবার পথে ১ কেজি গাজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দশমিনাকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।