আপডেট: নভেম্বর ৫, ২০২৩
রিপোর্টার — এজাজ আল মাহমুদ সুজন
হেডলাইন — বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, সিজন ২০২৩-২৪ এর ফাইনালে বালক বিভাগে চ্যাম্পিয়ন বরিশাল ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী জেলা।
রিপোর্ট – আজ বিকাল ২:৩০ মিনিটে স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিড়া পরিদপ্তর সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে টাইব্রেকারে ৬-৫ গোলে বরিশাল জেলা পিরোজপুর জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বিকাল ৩:৩০ মিনিটে বালিকা বিভাগে টাইব্রেকারে পটুয়াখালী জেলা ৪-৩ গোলে স্বাগতিক বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানারব দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন , জনাব মোহাম্মদ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ বরিশাল। এ সময় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম বার, পুলিশ কমিশনার বরিশাল, জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল, সাইদুল ইসলাম শুভ, জেলা ক্রিড়া কর্মকর্তা বরিশাল, জনাব আসাদুজ্জামান খান খসরু সাধারণ সম্পাদক বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, জাহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে বরিশাল বিভাগের ছয়টি বালক ও ছয়টি বালিকা দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্বে অংশগ্রহণ করবে ।