২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

অটো ভ্যানকে ধাক্কা মেরে প্রাইভেটকার পুকুরে

আপডেট: নভেম্বর ৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত অটো ভ্যানকে ধাক্কা মেরে সড়কের পাশের পুকুরে ছিটকে পরেছে প্রাইভেটকার। এঘটনায় প্রাইভেটকার চালক গুরুত্বর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে পুকুরে পরে যায়। এতে ভ্যান ও প্রাইভেটকার চালক দুজনেই আহত হয়। এরমধ্যে ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা জানান, ঘটনার পর থেকে প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার কাজ চলছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network