• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেরুজালেম নগরীকে পবিত্র শহর বলা হয় কেন?

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ণ
জেরুজালেম নগরীকে পবিত্র শহর বলা হয় কেন?

##

আবু জাফর, ঝিকরগাছা, (যশোর) প্রতিনিধি:

#ভূমিকা : জেরুজালেম মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক শহর; যেটা ইহুদি, খ্রিষ্টান ও মুসলিমদের কাছে মহাপবিত্র। জেরুজালেম ইসরাইল রাষ্ট্রের প্রচারিত ও ঘোষিত রাজধানী। তবে ফিলিস্তিনি সরকারও এই শহরের পূর্বাংশকে দেশের ভবিষ্যৎ রাজধানী হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে জেরুজালেম শহরটি ইসরাইল কর্তৃক শাসিত হওয়া সত্ত্বেও বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র ও সংস্থা (যার মধ্যে জাতিসংঘও রয়েছে) এই শহরকে কোনো দেশের রাজধানী বলে স্বীকৃতি দেন না ।

#জেরুজালেম নগরী প্রসিদ্ধ হওয়ার কারণঃ

১. হযরত ঈসা (আ) এর জন্মভূমি : জেরুজালেমের বেথেলহামে হযরত ঈসা (আ) জন্মগ্রহণ করেন। যার জন্য জেরুজালেম খ্রিষ্টানদের নিকট অধিক পছন্দনীয়। আর এজন্যই জেরুজালেম নগরী খ্রিষ্টানদের নিকট পবিত্র হিসেবে গণ্য হয়।

২. মহানবী (স) এর স্মৃতি বিজড়িত স্থান : জেরুজালেম বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর স্মৃতি বিজড়িত স্থান ছিল। মহানবী (স) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি মিরাজে গমন করেন। এজন্য মুসলমানদের নিকট জেরুজালেম এত পবিত্র।

৩. মসজিদুল আকসা অবস্থিত : জেরুজালেমে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত যা মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান। মসজিদুল আকসা (আল আকসা মসজিদ) বা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এই মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল। এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা। কুব্বাত আল সিলসিলা ও কুব্বাত আল আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলোসহ এই পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়।যার দরুন মুসলমানগণ এটিকে পবিত্র মনে করে।

৪. ইহুদিদের পবিত্র স্থান : জেরুজালেম ইহুদিদের মুসা (আ) ও দাউদ (আ) এর স্মৃতি বিজড়িত স্থান। এখানে ইহুদিদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট অবস্থিত। মূলত ইহুদিদের কাছে হারাম আল শরিফ এলাকাটির নাম টেম্পল মাউন্ট এবং এটিই তাদের ধর্মে সবচাইতে পবিত্র স্থান। এখানেই ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির অবস্থিত ছিল বলে বিশ্বাস করা হয় যা ৭০ খ্রিষ্টাব্দে রোমানদের জেরুজালেম অবরোধের সময় ধ্বংস করে দেওয়া হয়েছিল।

পরিশেষে : পরিশেষে বলা যায় যে, জেরুজালেম মুসলমান, খ্রিষ্টান এবং ইহুদি ধর্মাবলম্বীদের নিকট পবিত্র স্থান। জেরুজালেমে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত যা মুসলমানদের স্মৃতি বিজড়িত এবং সেখানে অনেক নবী এবং সাহাবাদের কবর রয়েছে।