২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

রসিক বেরসিক

আপডেট: নভেম্বর ৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

হেলাল আনওয়ার

তোমরা আমার হাসতে বলোনা
অনেক বছর ধরে
আছি যেন গোরে
কান্না পাড়ায় বসত করি
হাসতে দিলোনা।

নাটা গাছে ঝাটা বেঁধে
সুখটা যেন দিচ্ছে রুধে
পকেট ভরে তুলছে ফণা
কালা নাগের বিষ
ইস—-
পথ হারানো পথিক আমি
পথটা বলে দিস।

সবাই যেমন হাসতে পারে
গাইতে পারে গান
চোখে আমার সাগর বহে
উথলে ওঠে বান।

কেউ কি দিবে বলে?
একটু হাসির ছলে
বন্ধুরা সব হাসতে পারে
আমার কিবা দায়
হায়——
হতভাগার কান্না ছাড়া
আরতো কিছু নাই।

কোথায় পাবো হাসি
হাসতে আমি বড্ড ভালোবাসি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network