• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাপায় নারী নিহত, সড়ক অবরোধ

report71
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৩, ১৫:০৮ অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের চাপায় চঞ্চলা মজুমদার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

আজ শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চঞ্চলা মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অরুন মজুমদারের স্ত্রী।

পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার ভেন্নাবাড়ীতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন চঞ্চলা। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি লোকাল বাস চঞ্চলাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অবরোধ তুলে দেয়ার চেষ্ঠা চালায়। চালায়। কিন্তু বিক্ষুব্ধ জনতা এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই সড়ক অবরোধ করে রেখেছে।