বাকেরগঞ্জ প্রতিনিধ
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল মোহনার ১৪তম বর্ষপূতি উপলক্ষে বাকেরগঞ্জে উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন আল-আমিনের উদ্যোগে দর্শক ফোরামের ব্যানারে এক জমকালো উৎসবের আয়োজন করা হয়। ১১ই নভেম্বর শনিবার সকাল ১০ টায় বাসস্ট্যান্ড সংলগ্ন এল এফ জি রেষ্টুরেন্টে এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এডিশোনাল পুলিশ সুপার বাকেরগঞ্জ (সার্কেল) ফরহাদ সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, প্রেসক্লাব সভাপতি আল-আমিন মিরাজ, সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, সিনিয়র সাংবাদিক জাকির জোমাদ্দার, গোলাম মোস্তফা, খলিলুর রহমান, মানবকন্ঠ প্রতিনিধি, রিয়াজ শরীফ , মফস্বলের মাসুদ সিকদার, সাংবাদিক ক্লাবের সভাপতি জুয়েল তালুকদার, সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ,মাহফুজ, , তুহিন সিকদার, শামিম আহমেদ, মোঃ রাশেল, মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকরা,উপস্থিত ছিলেন।