আপডেট: নভেম্বর ১৩, ২০২৩
মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার:
ডৌয়াতলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান খান এর মৃত্যুতে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আজ ১৩/১১/২০২৩ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খান অডিটোরিয়ামে, ডৌয়াতলার কৃতিসন্তান মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান খান এর রুহের মাগফেরাত কামনা করে শোক সভার আয়োজন করেন, ডৌয়াতলা সমবয় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে আনুস্ঠিত হয়। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মজনু খান, মরহুম নুরুজ্জামান খান এর ছোট ভাই ডৌয়াতলা সমবয় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল হক স্যার সহ তার শুভাকাঙ্ক্ষী বৃন্দ সকলেই তার জীবনে সৃতিচারণ করেন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।