৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি সাবেক কমিশনার সহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সড়ক সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের স্মারকলিপি অতিভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে হৃদরোগ ঝুঁকি কমাতে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ইউনিয়ন আ’লীগ সভাপতি গ্রেফতার রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

ভোলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: নভেম্বর ১৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এ-র মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ আর্থসামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
এ সময় ভোলা জেলায় ১০৫ টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র, ২০২.০৫ মিটার বিশিষ্ট ১ টি পিসি আরসিসি গার্ডার ব্রিজ, ২২ টি প্রাথমিক বিদ্যালয়, তজুমুদ্দিন সাব-রেজিস্ট্রি অফিস ভবন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্লান ক্রয় ‍ও স্থাপন, ২ টি অনুসন্ধান ও ১ টি মুল্যায়ন কাম উন্নয়ন গ্যাসকুপ খনন, ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুমুখী ভবন, ৫ টি মুজিব কিল্লা এবং ১ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের শুভ উদ্বোধন করে প্রধানমন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল মমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, ভোলা,ডাঃ কে এম শফিকুজ্জামান,সিভিল সার্জন,ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামিন,অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক,ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির,জেলা পুলিশের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network