আপডেট: নভেম্বর ১৪, ২০২৩
গৌরনদী প্রতিনিধি \ দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং সম্প্রসারণ প্রকল্প সহ আর্থ-সমাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনের অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে ২০টি নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠান গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান, সহকারি কমিশনার (ভূমি), মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ফারুক হোসেন মোল্লা, নুর আলম সেরনিয়াবাত, আব্দুর রব হাওলাদার, আব্দুর রাজ্জাক ও সৈয়দ নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।