২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

পিরোজপুর কে হারিয়ে চ্যাম্পিয়ন বরিশাল

আপডেট: নভেম্বর ১৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

১৭/১১/২৩
রিপোর্টার – এজাজ আল মাহমুদ সুজন

রিপোর্ট–শেখ কামাল অনূর্ধ্ব ১৮ বরিশাল বিভাগীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর ফাইনালে স্বাগতিক
পিরোজপুর কে হারিয়ে পরাজিত হিসেবে চ্যাম্পিয়ন হলো বরিশাল জেলা ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থা পিরোজপুরের আয়োজনে গতকাল সকাল ৯ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব ১৮ বরিশাল বিভাগীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে বরিশাল ও পিরোজপুর জেলা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে।
টস নামক ভাগ্য পরীক্ষায় জয়ী হয়ে পিরোজপুর ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দলের টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতা ও রাকিবের চমৎকার বোলিংয়ে পর লো অর্ডার সিয়ামের ২৮ রানের উপর ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ১০ উইকেটে মাত্র ৯৩ রান করে পিরোজপুর জেলা। বরিশালের রাকিব ৪ টি জহিরুল ও ইব্রাহিম ২ টি করে এবং ইরান ও তরিকুল ১ টি করে উইকেট নেয় । ৯৪ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে উদ্বোধনী বেটার জহিরুলের ১৬ ও অজয়ের ২৮ রানের চমৎকার ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল জেলা । । পিরোজপুরের পক্ষে সিয়াম ৩ টি, হাসিব ও রাকিব ১ টি করে উইকেট দখল করেন।
ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম ও আহসান কোবির, স্কোরার হিসেবে ছিলেন শফিক ইসলাম।
ফাইনাল ম্যাচ এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব গোলাম মাওলা নকিব, এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় ক্রিকেট কোচ তার শফিকুল ইসলাম টোটাম, জেলা ক্রীড়া সংস্থার জনাব জসিম আকন্দ, শাকিল আহমেদ সহ উভয় দলের জেলা কোচ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network