২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

গৌরনদীতে ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট: নভেম্বর ১৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিনভর ভারি বর্ষনের কারনে আমন ক্ষেত, রবি শস্য, পানবরজ ও মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার নিন্মাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। এছাড়াও শুক্রবার থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার মিধিলি’র তান্ডবে বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা-সানুহার এলাকার বিভিন্ন স্থানে গাছ পরে দুই ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কের ওপর থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব বলেন, পুরো উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network