মো: ইমন হোসেন ঢাবি প্রতিনিধি:
আজ শনিবার সকালবেলা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বলে জানিয়েছেন, আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক।
আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হকের ভাষ্যমতে,রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
অন্যান্য এলাকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প শুরু হলে বিভিন্ন হলের সাধারণ ছাত্রদের কক্ষ থেকে বেরিয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। এছাড়া হাজী মুহম্মদ মুহসীন হলের তৃতীয় তলা থেকে একজন শিক্ষার্থী লাফিয়ে পড়ার খবরও পাওয়া যায়।
তাছাড়া ঢাবির ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মুহসীন হলের ছাদের বিভিন্ন অংশ ও জানালা খসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে কারোর কোন ক্ষতি না হলেও ছাত্রদের মাঝে আতঙ্ক লক্ষ্য করা যায়।
কবি জসীমউদ্দিন হলের একজন ছাত্র বলেন, “আমার বিশ্ববিদ্যালয় জীবনে এটি ছিল সর্বাপেক্ষা বড় ভুমিকম্প, যেটি পুরো হল কাঁপিয়ে তুলেছে”।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।