• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ড. এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

report71
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৪, ১৩:৩৪ অপরাহ্ণ
বরিশালে ড. এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

বরিশাল

অন্তরে আলো জ্বালাও জ্ঞানের তৃষ্ণা বাড়াও এই স্লোগান কে ধারণ করে বরিশালে যাত্রা শুরু করেছে ড. এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে, ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন ড. এম এ রহিমের সহধর্মিনী আলেয়া বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডঃ মোঃ মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ মনির উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল হাসনাত মোহাম্মদ শাহিন, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান ও বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য শিক্ষাবিদ ইন্টারন্যাশনাল স্কলার প্রফেসর ডঃ রাবেয়া বেগম শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চলনা করেন চ্যানেল আই প্রতিনিধি সাংবাদিক সাঈদ পান্থ। স্কুলের পরিচিতি ও শিক্ষকদের পরিচয় করে দেন স্কুলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হাসান আল মাহমুদ। #