• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে ইতালি আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ণ
নয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে  ইতালি আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ

ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে অভিনন্দন জানিয়েছে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইতালি আওয়ামী লীগের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।এ সময় ডঃ হাসান মাহমুদ ইতালি আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে দেশসেবায় মনোযোগী হবার নির্দেশনা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিব চৌধুরী, আবু তাহের, ওয়াহাব ফকির,১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মাদবর রোম মহানগর আওয়ামী লীগের আহবায়ক খলিল বন্দুকসী, সহ আরো অনেকে। এদিকে ইতালি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাদিউল ইসলাম হাদী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিব মকদম এক পৃথক বিবৃতিতে নতুন পররাষ্ট্রমন্ত্রীর ডক্টর হাসান মাহমুদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাংবাদিকদের এসব তথ্য জানান ইতালি আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক রিয়াজ হোসেন।