ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
১০ জানুয়ারি সন্ধ্যায় রোমের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাদিউল ইসলাম হাদি, ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিব মকদমের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জামান মোক্তার, জুবায়ের আহমেদ রিপন, আবুল কালাম, জহিরুল ইসলাম রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মলি জামান,এলিন আহমেদ মিঠু, ফারুক ফরাজী, প্রচার সম্পাদক এমডি রিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক শাহজালাল মাদবার সহ আরো অনেকে।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি ও মানুষের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসার সারমর্ম তুলে ধরেন।
তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ আছেন। যে কোনো জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে আমরা প্রস্তুত আছি। একই সঙ্গে যারা প্রবাসে বসে দেশের ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।