• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


কুমিল্লা’য় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যববসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
কুমিল্লা’য় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যববসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা: কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী থেকে ২০ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদ’সহ দ্ইুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা’র আভিযানিক দল গত সোমবার(১৫জানুয়ারী) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর, নমসুদ পাড়া গ্রামের মৃত. লিটন চন্দ্র দাস এর ছেলে রাহুল চন্দ্র দাস (২০)। পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত সোমবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ভাটপাড়া গ্রামের মেহেরবান রুবেল এর ছেলে ইমরান (৩০)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান-র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম।