আপডেট: জানুয়ারি ১৭, ২০২৪
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অনুমোদহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৬টি ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ওই ৬ ইট ভাটার মালিককে ২৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এ
জরিমানা করেন।
আজ বুধবার (১৭ জানুয়ারী) বিকেল গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া ও চরপুকুরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
জরিমানাকৃত ইট ভাটাগুলো হলো, কেকানিয়া গ্রামের মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস, চরপুকুরিয়া গ্রামের মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মোসার্স পাভেল ব্রিকস।
ভ্রাম্যমান আদালতের বিচারক রন্টি পোদ্দার বলেন, যে ইট ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে, সেগুলোর কোন অনুমোদন ছিলনা।বিনা অনুমোতিতে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে। এদের একাধিকবার নোটিশ করা হলেও তারা বৈধভাবে ব্যবসা না করায় অভিযান চালিয়ে ৬টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে ৬ মালিককে ২৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ,ব্যাটেলিয়ন আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উপস্থিত ছিলেন। #