• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের হিজলায় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

report71
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪, ১৪:৩৬ অপরাহ্ণ
বরিশালের হিজলায় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

১৬ জানুয়ারি রাত আটটার দিকে কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে এ সকল কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি এমপি পঙ্কজনাথ তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর ক্ষুদ্র কর্মী হিসেবে তার দেয়া কম্বল আপনাদের কাছে নিয়ে এসেছি। তিনি আরো বলেন কোন সন্ত্রাস ও চাঁদাবাজের হাতে আওয়ামী লীগ থাকতে পারে না।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান তালুকদার, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান, সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।