মো: ইমন হোসেন, ঢাবি প্রতিনিধি:
আসছে আগামী ২০ জানুয়ারি রোজ শনিবার থেকে মতিঝিল টু উত্তরা পর্যন্ত (সকাল ৭টা থেকে রাত ৮টা) চলবে মেট্রোরেল।
এ বিষয়ে আজ ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সময় সূচিসহ নিম্নোক্ত নোটিশটি প্রকাশ করেছেন:
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত Headway সকাল ০৭.১০ মিনিট থেকে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত Peak Hour এর Headway ১০ মিনিট; সকাল ১১.৩১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour এর Headway ১২ মিনিট; এবং বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour এর Headway ১০ মিনিট।
যেভাবে টিকিট ক্রয় করা যাবে:
MRT Pass ক্রয় ও Top up করা যাবে। www.dmtel.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে চালু যে কোনো মেট্রোরেল স্টেশন থেকে MRT Pass ক্রয় করা যাবে।
লিংক: MRT Pass / Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি।
চালু স্টেশনসমূহ হিসেবে যে সকল স্টেশন সমূহের নাম উল্লেখিত হয়েছে সেগুলো হলো:উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।
উল্লেখ্য, সাপ্তাহিক বন্ধ থাকবে প্রতি শুক্রবার।
সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুইটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুইটি সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT / Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে। . মতিঝিল মেট্রোরেল স্টেশন হতে সকাল ৭:৩০ মিনিটে মেট্রো ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত নির্ধারিত Headway তে মেট্রো ট্রেন চলাচল করবে। রাত ৮.১০ মিনিট, রাত ৮.২০ মিনিট, রাত ৮.৩০ মিনিট এবং রাত ৮.৪০ মিনিটে ০৪ (চার)টি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলবে। উল্লেখ্য, এই মেট্রো ট্রেন চারটিতে শুধুমাত্র MRT Pass / Rapid Pass এবং ভ্রমণের দিন রাত ৭.৪৫ মিনিটের পূর্বে ক্রয়কৃত Single Journey Ticket ধারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। রাত ৭.৪৫ মিনিটের পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়। সকল মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.১৫ মিনিট থেকে রাত ০৭.৪৫ মিনিট পর্যন্ত।